ক্রমিক নং | চেয়ারম্যানের ভূমিকা ও দায়িত্ব। |
চেয়ারম্যানের ভূমিকা ও দায়িত্ব নিম্নরুপঃ | |
| ক) ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের উপর ন্যস্ত; খ) ইউনিয়ন পরিষদের সকল কার্যাবলী পরিচালনার দায়িত্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর ন্যস্ত; গ) ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ঘ) পরিষদের স্টাফদের তত্বাবধান ও নিয়ন্ত্রণ; ঙ) ইউনিয়ন পরিষদের যাবতীয় চিটিপত্রের আদান-প্রদান; চ) ইউনিয়ন পরিষদের বিজ্ঞপ্তি জারী। |
| |
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভূমিক ও কার্যাবলী নিম্নোক্তভাবে ভাগ করা যায়ঃ | |
১। | উন্নয়নমূলক কার্যাবলী |
২। | প্রশাসনিক কার্যাবলী |
৩। | গণসংযোগ কার্যাবলী |
৪। | কর ও বাজেট সংক্রান্ত কার্যাবলী |
৫। | আইন বিষয়ক কার্যাবলী |
৬। | অন্যান্য দায় দায়িত্ব ও কর্তব্য। |
| |
১। উন্নয়নমূলক কার্যাবলী নিম্নরুপঃ | |
ক)
খ) গ) | ইউনিয়ন পরিষদের সকল উন্নয়নমূলক কার্যাবলী সমন্বয়সাধন, তত্ববধান ও পরিচালনা; ইউনিয়নের সকল স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন; পল্লী-পূর্ত কর্মসূচী (আর এম পি) কাজের বিনিময়ে খাদ্য (এফ এফ ডাব্লু) এবং অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা ও সহযোগীতা প্রদান। |
| |
২। প্রশাসনিক কার্যাবলী নিম্নরুপঃ | |
ক) খ)
গ)
ঘ)
ঙ) চ)
ছ) | ইউনিয়ন পরিষদের প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব পালন; ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারী সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা; ইউনিয়ন পরিষদের সকল সভা আয়োজন ও সভায় সভাপতির দায়িত্ব পালন; ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটি ও সাব-কমিটির কার্যাবলী নিয়ন্ত্রণ ও তদারকী করা; উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদন নিয়ে গ্রাম পুলিশ নিয়োগ; জাতীয় সরকার ও এর বিভিন্ন স্থানীয় এজেন্সীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা: ও সরকার কর্তৃক আরোপিত অন্যান্য দায়িত্ব পালন করা। |
| |
৩। গণ-সংযোগ কার্যাবলী নিম্নরুপঃ | |
ক)
খ)
গ)
ঘ) | বিল বোর্ড ও গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচী সম্পর্কে তথ্যাবলী স্থানীয় জনগণের নিকট উপস্থাপন; এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্য স্থানীয় থানার সাথে যোগাযোগ রক্ষা করা; ইউনিয়নে কোন প্রাকৃতিক দূর্যোগ, মহামারী বা শস্যে পোকার আক্রমণ হলে তা উর্ধতন প্রশাসনিক কর্তৃপক্ষকে অবহিত করা; ও বিভিন্ন জাতি গঠনমূলক প্রতিষ্ঠান যেমন-কৃষি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, মৎস্য, পশুপালন, বন, শিক্ষা ইত্যাদি ডিপার্টমেন্টের সাথে যোগযোগ রক্ষা করা। |
| |
৪। কর ও বাজেট কার্যাবলী নিম্নরুপঃ | |
ক)
খ)
গ) ঘ)
ঙ) | ইউনিয়ন পরিষদের সার্বিক আর্থিক ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জবাবদিহিতা ও দায়বদ্ধতা থাকবে; ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তি ও সেক্রেটারীর সাথে আলোচনা করে ঐ এলাকার জন্য কর, টোল ও ফি নির্ধারণ করা; কর আদায়কারী নিয়োগ ও তাদের তদারকী করা; ইউনিয়ন পরিষদের খসড়া বাজেট পর্যালোচনা ও অনুমোদনের জন্য পরিষদ সভায় উপস্থাপন; এবং সভার সুপারিশের আলোকে বাজেটে প্রয়োজনীয় সংশোধন ও অনুমোদনের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ। |
| |
৫। আইন-বিষয়ক কার্যাবলী নিম্নরুপঃ | |
ক) খ)
গ) | গ্রাম আদালতের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন; সালিশের মাধ্যমে জমি সংক্রান্ত স্থানীয় ছোটখাট সমস্যা, অপরাধ-মূলক সমস্যা ও স্বার্থ-সংক্রান্ত বিবাদ মীমাংসা করা; এবং স্থানীয় কলহ নিরসনে মধ্যস্থতা/সালিশি করা। |
| |
৬। অন্যান্য দায়িত্ব ও কর্তব্য নিম্নরুপঃ | |
উল্লেখিত দায়িত্ব ছাড়াও ইউনিয়ন চেয়ারম্যানের নিম্নোক্ত দায়-দায়িত্ব গুলো রয়েছেঃ | |
ক্)
খ) গ) ঘ) ঙ) | বিভিন্ন ধরণের সার্টিফিকেট ইস্যু করা এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট সত্যায়িত করা; রেশন-কার্ড ইস্যু করা; বিভিন্ন ডিলার ও সাপ্লইয়ার মনোনীত করা; রিলিফ বন্টন তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ; ও গুচ্ছগ্রাম স্থাপনে সহায়তা, খাস জমি বিতরন এবং ভূমিহীন কৃষক সনাক্তকরন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস