সদকী ইউনিয়ন পরিষদ, সদকী সুলতানপুর গ্রামে অবস্থিত উত্তর দিকে। সদকী ইউপি ভবনটিতে ১১ টি রুম আছে। একটি হলরুম আছে একটি চেয়ারম্যান কায্যালয়, একটি সচিব কায্যালয়,কৃষি অফিস, ভূমি অফিস, গবাদিপশু কৃত্রিম প্রজনম অফিস, ইউ আই সির জন্য একটি রুম বরাদ্দ আছে। দর্জি পশিক্ষনের জন্য একটি রুম বরার্দ্দ আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস